• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দর্শক নিয়েই ফুটবলে ফিরছে বাংলাদেশ

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৭:০৩
bangladesh vs nepal live
ফাইল ছবি

করোনার কারণে স্থগিত হওয়ার পর ধাপে ধাপে শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট। প্রাথমিকভাবে ইভেন্টগুলো দর্শক উপস্থিতির নিষেধাজ্ঞা ছিল। তবে নেপালের বিপক্ষে হতে চলা আন্তর্জাতিক দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক নিয়ে ফুটবল ফিরছে।

রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা বাফুফের পক্ষ থেকে উপস্থাপন করেছি ফিফার তিনটি প্রটোকল। একটা দর্শকবীহিন, দর্শকসহ ও সীমিত দর্শক। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৬ থেকে ২৭ হাজার সেহেতু আমরা চাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ এক-তৃতীয়াংশ বাফুফের দর্শকের উপস্থিতি।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতে দুই হাজার দর্শক উপস্থিত হতে পারবেন।

‘আমরা সর্বোচ্চ আট থেকে নয় হাজার টিকেট ছাড়বো। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ গ্যালারির জন্য দুই হাজার করে টিকিট ছাড়া হবে।’ যোগ করেন তিনি।

পুরো স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে বলে জানান বাফুফের এই কর্মকর্তা।

আবু নায়েম সোহাগ বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাদা বসার জায়গা নেই। তাই সামাজিক দূরত্বের ২ থেকে তিন ফুট দূরে ফাঁকা ফাঁকা করে বসার ব্যবস্থা করা হবে। শুধু চিহ্নিত সিটেই বসতে হবে দর্শকদের। প্রস্তাবগুলো মন্ত্রণালয়ের সম্মানিত সচিবকে জানিয়েছি। বিষয়গুলো নিয়ে প্রতিমন্ত্রীর কিছু বলার থাকে তাহলে সচিবের মাধ্যমে আমাদের জানাবেন।’

খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের আগে তাপমাত্র পরিমাপ ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে জানান তিনি।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বসতে চলেছে নেপালের বিরুদ্ধে ম্যাচ দুটি। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম।

আরও পড়ুনঃ

কোনও কিছুই অসম্ভব নয়: রহমত মিয়া

‘যারা কঠোর পরিশ্রম করেছে তারাই ভালো করবে’

তিন বছর পর বাড়িতে পূজা করছি: বিশ্বনাথ

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh