• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শক নিয়েই ফুটবলে ফিরছে বাংলাদেশ

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৭:০৩
bangladesh vs nepal live
ফাইল ছবি

করোনার কারণে স্থগিত হওয়ার পর ধাপে ধাপে শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট। প্রাথমিকভাবে ইভেন্টগুলো দর্শক উপস্থিতির নিষেধাজ্ঞা ছিল। তবে নেপালের বিপক্ষে হতে চলা আন্তর্জাতিক দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক নিয়ে ফুটবল ফিরছে।

রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা বাফুফের পক্ষ থেকে উপস্থাপন করেছি ফিফার তিনটি প্রটোকল। একটা দর্শকবীহিন, দর্শকসহ ও সীমিত দর্শক। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৬ থেকে ২৭ হাজার সেহেতু আমরা চাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ এক-তৃতীয়াংশ বাফুফের দর্শকের উপস্থিতি।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতে দুই হাজার দর্শক উপস্থিত হতে পারবেন।