• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি বিরাটদের সমমানের নই: রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৫:২৮
joe root virat kohli
বিরাট কোহলি ও জো রুট

বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান‌দের তালিকা করলে ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ‌ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটের নাম চলে আসে সামনে।

পেস-স্পিন যাই হোক যে কোনও উইকেটে বোলারদের পাত্তা না দিয়ে দুর্দান্ত ব্যাট করছেন এই চারজন।

যদিও সেরাদের এই তালিকায় নিজেকে রাখতে নারাজ ইংলিশ টেস্ট অধিনায়ক রুট।

সম্প্রতি ভার্চুয়াল ক্রিকেট ক্লাব নামক এই অনুষ্ঠানে রুট বললেন, ‘নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব সেরা ব্যাটসম্যান হলেন বিরাট, স্মিথ ও উইলিয়ামসন। বিগ থ্রি’র শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। এই তিনজনের ব্যাটিং অত্যন্ত দর্শনীয়। তাদের ব্যাটিং থেকে অনেক কিছু শেখার আছে। আমি একেবারেই নিশ্চিত না যে আমি নিজেকে এই তিনজনের সঙ্গে এক আসনে বসাতে পারি কিনা। একদম সত্যি করি বলছি।’

এক প্রশ্নের জবাবে ২৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘সব ফরম্যাটেই তিনজনের মধ্যে বিরাট সবচেয়ে পরিপূর্ণ। লিমিটেড ওভারের ক্রিকেটে রান তাড়া করার বাড়তি ক্ষমতা তাতে আলাদা করেছে। শেষ পর্যন্ত ক্রিজে টিকে ম্যাচ বের করে আনাও তার বড় গুণ।’

ভারতীয় অধিনায়ক বিরাটকে নিয়ে রুট আরও বলেন,‘আসলে সব ধরনের ক্রিকেটেই তিনি অসাধারণ। স্পিন অথবা পেস কোনও কিছুতেই তাকে দুর্বল বলতে পারবেন না আপনি।’

ইংলিশদের হয়ে ৯৭ টেস্ট খেলে ৭ হাজার ৮২৩ রান তুলেছেন রুট। ১৭টি শতক ও ৪৯টি অর্ধশতক রয়েছে নামের সঙ্গে। ১৪৯ ওয়ানডেতে মোট রান ৫ হাজার ৯৬২। শতকের সংখ্যা ১৬টি। অর্ধশতক রয়েছে ৩৩টি। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ৩২টি। ৭০৭ রানের পাশাপাশি অর্ধশতক তুলেছেন পাঁচটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh