logo
  • ঢাকা বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৪:০৩
আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৮:২৬

দলের গোল ১৩, একাই ৮ গোলে জড়িত তিনি

Lassina Traoré ajax 13-0 vvv
আয়াক্সের হয়ে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন লাসিনা ত্রাওরে
ইউরোপের সর্বোচ্চ লিগগুলোর মতো অন্যতম নেদারল্যান্ডসের লিগ এরেডিভিসি। ডাচ ঘরোয়া লিগের সবচেয়ে সফলতম দল আয়াক্স গোল বন্যার নতুন রেকর্ড গড়েছে। ভিভিভির বিপক্ষে ১৩-০ গোলে জয় তুলে নিয়েছে আমস্টারডামের দলটি।

শনিবার প্রতিপক্ষের মাঠ ডি কয়েলে একাই পাঁচটি গোল তুলেছেন লাসিনা ত্রাওরে।

কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া বুর্কিনা ফাসোর এই ফরোয়ার্ড এদিন আরও তিনটি গোল করিয়েছেন। ১৯ বছর বয়সী লাসিনা এই ম্যাচে মোট আট গোলে জড়িত ছিলেন।

ডাচ জায়ান্টদের হয়ে জুর্গান এক্কেলেনকাম্প ও ক্লাস-জান হুন্টেলার দুটি করে গোল তুলেন। একটি করে গোল আদায় করেন দুসান টাডিচ, অ্যান্থনি, ডালে ব্লাইন্ড ও লিসান্দ্রো মার্টিনেজ।

বিশাল এই জয়ে ডাচ লিগ এরেডিভিসিতে নতুন রেকর্ড গড়েছে আয়াক্স। ৪৮ বছর আগে নিজেদের করা রেকর্ড ভেঙে দিয়েছে নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী দলটি।

১৯৭২ সালে ভিটাসের বিপক্ষে ১২-১ গোলে জয় পেয়েছিল আয়াক্স। যদিও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এদিন ভাঙ্গতে পারেনি তারা। ১৯৮৪ সালে উয়েফা কাপে লুক্সেমবার্গের রেড বয়েস ডিফেরডেঞ্জের বিরুদ্ধে ১৪-০ গোলে জয় তুলে ছিল দ্য ল্যানসার্সরা।

ভিভিভির বিপক্ষে জয় তুলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আয়াক্স। অন্যদিকে ১১ তম স্থানে রয়েছে ভিভিভি।

ওয়াই

RTVPLUS