• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অভিজ্ঞ কাভানির অভিষেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১২:২৫
Manchester United Edinson Cavani
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে অভিষেক হলো কাভানির

২০০৫ সালে উরুগুয়াইন ক্লাব দানুবিও দিয়ে ক্যারিয়ার শুরু এডিনসন কাভানির। ইতালিয়ান দল পালেরমো ও নাপোলির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে যোগ দেন উরুগুইয়ান তারকা। ২০১৩ থেকে সাত বছর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে মাঠ মাতান। দলটির হয়ে তিন শতাধিক ম্যাচে ২০০ গোল করেন। যদিও প্যারিসের দলটির সর্বোচ্চ গোল দাতার শেষটা ভালো হয়নি।

চলতি বছরের ৭ মার্চ সব শেষ বলে লাথি মেরেছিলেন কাভানি। চুক্তি নিয়ে ঝামেলায় জড়িয়ে হয়ে গেল মৌসুমের শেষ দিকে আর মাঠে নামা হয়নি। নতুন মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ফ্রান্স থেকে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। প্রিমিয়ার লিগের ঐহিত্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড তার নতুন ঠিকানা। পেয়েছেন দলের সবচেয়ে সম্মানের সাত নম্বর জার্সি।

যদিও রেড ডেভিলসদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও মাঠে নামতে দেড়ি হয়েছে তার। কারণ করোনা পজেটিভ ছিলেন এই স্ট্রাইকার।

দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরেছেন ৩৩ বছর বয়সী কাভানি। শনিবার চেলসির বিরুদ্ধে ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা । যদিও ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়েছে।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে আরবি লিপজিগের বিরুদ্ধে নামবে ম্যান ইউ। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জ্বলে ওঠার অপেক্ষায় অভিজ্ঞ কাভানি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh