• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফাইনালে লড়াই হবে তাসকিন-রুবেলেরও

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২০, ২০:২৯
Taskin-Rubel will also fight in the final
ছবি- বিসিবি

শ্রীলঙ্কা সফরের পরিবর্তে তিন দলের ওয়ানডে সিরিজ। প্রথমে খুব একটা জমে না উঠলেও শেষের দিকে এসে বেশ জমে উঠেছে টুর্নামেন্ট। সেটার প্রমাণ তামিম একাদশের হারে ফাইনালে জায়গা পাওয়া মাহমুদউল্লাহ একাদশের।

বৈরি আবহাওয়া ফাইনাল পিছিয়ে যায় দুইদিন। ২৩ অক্টোবরের বদলে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। প্রতিপক্ষ নাজমুল একাদশ আর মাহমুদউল্লাহ একাদশ।

এই ম্যাচে দুই দলের লড়াইয়ের সঙ্গে যোগ হচ্ছে তাসকিন আহমেদ আর রুবেল হোসেনের। দুই দলের দুই সেরা পেসার রয়েছেন উইকেট শিকারির তালিকায় শীর্ষে। নাজমুল একাদশের হয়ে ৪ ম্যাচে তাসকিন নেন ৮ উইকেট আর রুবেল ৪ ম্যাচে ১০ উইকেট নেন মাহঅমুদউল্লাহ একাদশের হয়ে।

ফাইনালে উঠতে না পারলেও মোহাম্মদ সাইফউদ্দিন ১২ উইকেট নিয়ে আছেন এক নম্বরে। মোস্তাফিজও ফেরার আভাস দিয়েছেন ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে।

আগামীকাল ফাইনালে মুখোমুখি হবার আগে তাসকিন-রুবেল দুজনেই জানিয়েছেন নিজেদের ভাবনার কথা।

রুবেল বলেন, করোনা বিরতিতে কষ্ট করার ফল পাচ্ছেন পেসাররা, ‘এটা খুব ভাল দিক। সব পেস বোলারই কষ্ট করেছে মহামারির সময়। সেটার ফল পেস বোলাররা খুব ভালোভাবে পাচ্ছে। আর প্রতিযোগিতা থাকা ভাল কারণ একটা পেসার যখন বাংলাদেশ দলে খেলবে। তখন দেখবে তার ব্যাকআপ হিসেবে আরও ভাল ভাল পেসার আছে। তখন তার পারফরম্যান্সও ভিন্ন হবে। এটা আমি উপভোগ করছি।’

তাসকিন বলেন, ‘পেসাররা ভাল করেছে, উইকেট থেকে সাহায্য পেয়েছে। কিন্তু সবাই ধারাবাহিক ছিল। ব্যাটসম্যানদেরকে কঠিন সময় দিয়েছে, বিশেষ করে নতুন বলে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ব্যাটসম্যানদের বাজে বল কম দিয়েছে। সবাই বেশ ভাল ইকোনমিক ও উইকেট নিচ্ছেন। নতুন বল, পুরনো বল দুটোতেই ভাল করছে।’

টুর্নামেন্টের শেষ ম্যাচের আগে রুবেল নিজের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানাতেও ভুলেননি।

‘নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট। আমি যেভাবে বল করতে চাইছি, আমার পরিকল্পনা অনুযায়ী, দলের পরিকল্পনা অনুযায়ী। মনে হয় আমি সেভাবে বল করছি। বিশেষ করে নতুন বলে। মনে হচ্ছে সব ঠিক আছে।’

তবে নিজের বেশ উন্নতি হয়েছে বলেও স্বীকার করেন তাসকিন। ‘যদি নিজেরটা মূল্যায়ন করতে যাই, তাহলে আগের চেয়ে ভাল। আরও উন্নতি করতে হবে, কাজ করছি।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের নতুন লক্ষ্য
X
Fresh