• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সুখবর দিয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০২০, ১৪:০০
alisson becker neymar brazil
অ্যালিসন বেকার ও নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বটা বেশ ভালো করেই শুরু করেছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে বলিভিয়া ও পেরুর বিরুদ্ধে দারুণ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবার উপরে অবস্থান করছে নেইমারের দল।

২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নভেম্বরে দুটি ম্যাচে অংশ নিতে চলেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি। ঘরের মাঠে আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলা মুখোমুখি হবে ব্রাজিল। ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলতে উড়ে যাবে সেলেকাওরা।

কাতার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। প্রধান কোচ জানিয়েছেন, দলের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরেছেন। লিভারপুলের এই তারকা ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে অংশ নিতে পারেননি।

বলিভিয়া ও পেরুর বিপক্ষের দুই ম্যাচে ৯ গোল তুলেছিল বিশ্ব ফুটবলের সফলতম দলটি। আগামীতে এরই ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা।

দুই ম্যাচের ব্রাজিল দল দেখে নিন

গোলরক্ষক

অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার

দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অঅ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

মিডফিল্ডার

ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস)

ফরোয়ার্ড

নেইমার জুনিয়র (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh