• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দায়িত্বচ্যুত হচ্ছেন আজহার আলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ২১:১৮
Azhar Ali is being fired
আজহার আলী || ছবি- ক্রিকইনফো

পাকিস্তান দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। তবে ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় ছাঁটাই করা হয় পদ থেকে। এরপর টেস্ট দলের ভার ওঠে আজহার আলী আর ওয়ানডে, টি-টোয়েন্টি দলের দায়িত্ব ওঠে বাবর আজমের কাঁধে।

বছর পার না হতে এবার দায়িত্বচ্যুত করা হচ্ছে টেস্ট অধিনায়ক আজহার আলীকে। এমনটাই দাবি করছে ক্রিকইনফো।

বলা হচ্ছে, আজহারের বদলি হতে পারেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান কিংবা তিন ফরম্যাটেই দায়িত্ব দেয়া হতে পারে বাবর আজমকে। এরইমধ্যে আজহারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম কামাল।

পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘বোর্ড আজহারের নেতৃত্বে অসন্তুষ্ট। তাই তাকে বাদ দেয়ার পরিকল্পনা করছে। যদিও তার পেছনে প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন ছিল অধিনায়কত্ব পাবার ব্যাপারে, তবে আর নেই। এখন তার পারফর্ম বিবেচনা করা হচ্ছে।’

৩৫ বছর বয়সী আজহার আলী ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচে খেলেছিলেন ১৪১ রানের অপরাজিত ইনিংস। এরপরও তার উপর নাখোস ছিলেন বোর্ড কর্মকর্তা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

ওই সময়ে স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বেশ আফসোসের সঙ্গে বলেছিলেন, ‘আজহার ভালো খেলেছে। তবে তার অধিনায়কত্ব হতাশ করেছে পাকিস্তানের সমর্থকদের। সে বেশ কিছু সুযোগ পেয়েও ম্যাচ বের করতে পারেনি। এটা হতাশাজনক।’

২০১০ সালে অভিষেক হওয়া আজহার আলী এখন পর্যন্ত ৮১টি টেস্ট খেলেছেন।

আরও পড়ুন:
মর্গ্যানদের বেতন কমেছে

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
X
Fresh