• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কিংবদন্তির জন্মদিনে খুলেছে ‘মিউজিয়াম অব পেলে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ১৩:০৭
Brazilian soccer great Pele turns 80
ছবি- সংগৃহীত

সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলার পেলের ৮০ তম জন্মদিন আজ। কিংবদন্তির জন্মদিন উপলক্ষে খুলে দেয়া হয়েছে সাও পাওলোর ‘মিউজিয়াম অব পেলে’। আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গ্যারিয়াস শহরে জন্মগ্রহণ করেন এডিনসন আরনাস্তো ডো নাসচিমেন্তো। যাকে পুরো বিশ্ব পেলে হিসেবে চেনে।

১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড।

ফিফা ঘোষিত শতাব্দীর সেরা ফুটবলারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার নামে মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল। করোনার কারণে সেটি বন্ধ থাকায় জন্মদিনকে সামনে রেখে সেটি আবারও খুলে দেয়া হয়।

মিউজিয়ামের কিউরেটন গ্রিঙ্গো কার্ডিয়া জানান, ২০ শতকে পেলে সেরা খেলোয়াড় ছিলেন। তার মাধ্যমে ব্রাজিলকে নতুন করে চিনেছে বিশ্ব। তার সম্মানে এই মিউজিয়াম তৈরি হয়েছে। জন্মদিন উপলক্ষে ‘কিং অব সকার’ নামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে পেলের পাঁচ শতাধিক ছবি শোভা পাচ্ছে। রয়েছে বিশাল এক মূর্তি। পেলেন জন্ম স্থান মিনাস গ্যারিয়াস, ক্লাব সান্তোস ও আন্তর্জাতিক পর্যায়ের নানা স্মৃতি তুলে ধরা হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
তৃতীয় লিঙ্গের সদস্যরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
X
Fresh