• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার উন্নতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ১২:৩৩
messi argentina fifa ranking
ছবি- সংগৃহীত

চলতি মাসেই দক্ষিণ আমেরিকায় অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের যাত্রা শুরু হয়েছে। নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে ফিফা র‌্যাকিংয়ে উন্নতি হয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির।

ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিলও নিজেদের দুটি ম্যাচে জয় তুলে নিয়েছে। যদিও র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই আছে তারা।

বৃহস্পতিবার প্রকাশ করা র‌্যাংকিং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ১৩টি পয়েন্ট তুলে এক ধাপ এগিয়েছে আলবেসিলেস্তেরা। বর্তমানে তাদের অবস্থান অষ্টম।

সমান ১৩ পয়েন্ট তুলে তৃতীয় অবস্থানেই রয়েছে নেইসার-কুতিনহোরা।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ফিফা র‌্যাংকিয়ে ১ হাজার ৬২৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচ ‍জিতে একধাপ উপরে উঠে এসেছে আর্জেন্টাইনরা।

আরও ৪ পয়েন্ট পেলেই উরুগুয়ে ও স্পেনকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। যদিও দ্বিতীয় স্থানে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে বেলজিয়ানদের পয়েন্ট ব্যবধান কমেছে।

১৭ সেপ্টেম্বরের পর্যন্ত লুকাকু-কর্তোয়াদের পয়েন্ট ছিল ১ হাজার ৭৭৩। ১ হাজার ৭৪৪ পয়েন্ট ছিল গ্রিজমান-এমবাপেদের।

নতুন র‌্যাংকিংয়ে বেলজিয়ামের পয়েন্ট ৮ কমে হয়েছে ১ হাজার ৭৬৫। অন্যদিকে ৮ পয়েন্ট যোগ হয়েছে ফ্রান্সের মোট পয়েন্ট ১ হাজার ৭৫২।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবস্থানেরও কোনও পরিবর্তন ঘটেনি। সবশেষ আপডেট অনুযায়ী ৯১৪ পয়েন্ট নিয়ে ১৮৭ নম্বর স্থানেই রয়ে গেছে জামাল ভূঁইয়ার দল।

ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশ দল

১ বেলজিয়াম - ১ হাজার ৭৬৫ পয়েন্ট

২ ফ্রান্স - ১হাজার ৭৫২ পয়েন্ট

৩ ব্রাজিল - ১ হাজার ৭২৫ পয়েন্ট

৪ ইংল্যান্ড - ১ হাজার ৬৬৯ পয়েন্ট

৫ পর্তুগাল - ১ হাজার ৬৬১ পয়েন্ট

৬ স্পেন - ১ হাজার৬৩৯ পয়েন্ট

৭ উরুগুয়ে - ১ হাজার ৬৩৭ পয়েন্ট

৮ আর্জেন্টিনা - ১ হাজার ৬৩৬ পয়েন্ট

৯ ক্রোয়েশিয়া - ১ হাজার ৬৩৪ পয়েন্ট

১০ কলম্বিয়া - ১ হাজার ৬৩১ পয়েন্ট

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh