• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

শান্ত উপভোগ করছেন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১৮:৩৮
Quietly enjoying the tournament
নাজমুল হোসেন শান্ত || ছবি- বিসিবি

মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ কেউ দলে থাকতেও নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপের একটি দলের। এর কারণ, মুশফিক না করে দিয়েছিলেন আর নতুন কেউ সামনে থেকে নেতৃত্ব দিক।

শান্তর নেতৃত্বে দারুণ খেলছে দলটি। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে দলটি সবার আগে পৌঁছে যায় ফাইনালে। আগামী রোববার মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ফাইনালে খেলবে শাতরা।

তার আগে এক ভিডিও বার্তায় নাজমুল হোসেন শান্ত জানালেন টুর্নামেন্টটা উপভোগ করছেন তিনি। তার প্রধান কারণও ফাইনালে খেলতে পারা।

‘অবশ্যই ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। এবং আমরা সবাই অনেক উপভোগ করেছি এই টুর্নামেন্টটা। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’

নেতৃত্বের ভার, অভিজ্ঞদের সঙ্গে ড্রেসিং-রুম শেয়ার। সব মিলে শান্ত জানালেন এমন একটা টুর্নামেন্ট প্রয়োজন ছিল সবার।

‘সব থেকে বড় দিক ছিলো অনেক দিন পরে আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম। তো সবাই একসঙ্গে একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিলো আমাদের জন্য। আর সবাই একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলাম। অনেক পজিটিভ দিকই ছিলো।’

অধিনায়ক শান্ত তার সতীর্থদের পারফরম্যান্সে বেশ খুশি। বিশেষ করে দলের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিমের ব্যাটিং, তরুণ অল-রাউন্ডার আফিফ হোসেনের ব্যাটে-বলে সমান পারফর্ম কিংবা ইরফান শুক্কুরের কার্যকরী ব্যাটিং।

‘আমার মনে হয় যে মুশফিক ভাইয়ের একটা ইনিংস, আফিফের একটা ইনিংস। পাশাপাশি তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর ভাইয়ের কিছু ভালো ভালো ইনিংস ছিলো। আর বোলিং ডিপার্টমেন্টে যদি চিন্তা করি তাসকিন ভাই, আল-আমিন ভাই, নাঈম, নাসুম ভাই সবাই ভালো বোলিং করেছেন। সো নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশিনও হচ্ছে, সবাই এনজয় করছে। আশা করছি ফাইনালেও আমরা একটা পজেটিভ মাইন্ড সেটআপ নিয়ে আমরা যাবো।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh