• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অ্যাডেলেইড স্ট্রাইকারসেই থেকে গেলেন রশিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১২:০২
Adelaide striker Rashid remained
রশিদ খান

আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান আবারও অ্যাডেলেইড স্ট্রাইকারসের হয়ে মাতাবেন বিগ ব্যাশ। এমন খবর নিশ্চিত করেছে অ্যাডেলেইড কর্তৃপক্ষ।

২০১৭ সালে এই অ্যাডেলেইড স্ট্রাইকারসের হয়েই বিগ ব্যাশে অভিষেক হয় রশিদের। এরপর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অ্যাডেলেইডের হয়ে এখন পর্যন্ত রশিদ ৪০ ম্যাচে মাত্র ৬.৩৬ ইকোনমি রেটে নিয়েছেন ৫৬টি উইকেট, সঙ্গে ব্যাট হাতেও দেখিয়েছেন দারুণ পারফর্ম। ১৬১.১৪ স্ট্রাইকরেটে করেছেন ২৫৩ রান।

পুনরায় অ্যাডেলেইড স্ট্রাইকারসের হয়ে খেলার সুযোগ পেয়ে রশিদ বলেন, ‘আমি খুবই খুশি অ্যাডেলেইড স্ট্রাইকারস আমাকে আরও একবার তাদের দলের অংশ করায়। এত বড় টুর্নামেন্টে খেলতে পারাটা আমার অনেক পছন্দের।’

রশিদ খান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে।

‘শুরু থেকেই অ্যাডেলেইডের হয়ে খেলছি। এই দলটা আমার কাছে পরিবারের মতো। সেখানকার সমর্থন আমি উপভোগ করি।’

আরও পড়ুনঃ

ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারলো রিয়াল

টিভিতে আজ যেসব খেলা দেখবেন

রশিদ খানকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করতে পারায় অ্যাডেলেইডের কোচ জেসন গিলেস্পি বলেন, ‘রশিদ দারুণ একজন ক্রিকেটার। সে অ্যাডেলেইডে বেশ জনপ্রিয়। আমরা তার অপেক্ষায় আছি।’

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ-ব্যাশের দশম আসর এটি। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত আসরটির সূচি চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
সামিরা খান মাহির এ কী হাল!
নিপুণের প্যানেলে মাহমুদ কলির প্রার্থিতা নিয়ে সংশয়
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
X
Fresh