• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারী বর্ষণ শেষে খেলা শুরুর অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৬:৩৫
Waiting for the game to start at the end of the heavy rain
ছবি- আরটিভি নিউজ

ঘণ্টা খানিকের বৃষ্টিতে ভেসে যাবার উপক্রম শের ই বাংলা স্টেডিয়াম। মুশলধারে বৃষ্টি শুরুর আগে তামিম একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নাজমুল একাদশ।

ব্যাট করতে নেমে হতাশ করে নাজমুল একাদশের টপ-অর্ডার। সৌম্য সরকার ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা। আজও সাজঘরে ফেরেন দশের নিচে রান করে। ক্যাচ তুলে দেন ৮ বলে ৭ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও হতাশ করেন। শেখ মাহাদী হাসানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন মোসাদ্দেকের হাতে। তার বিদায় ১৮ বলে ১০ রান করে।

দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি গত তিন ম্যাচেও। আজও তেমনটাই, ১৭ বলে ৫ রান করে ক্যাচ দেন মোস্তাফিজের বলে।

বৃষ্টি থেমেছে। খেলা শুরুর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মাঠ-কর্মীরা। ম্যাচটা তামিম একাদশের জন্য বাঁচা-মরার। আজ হারলেই খেলা হবে না ফাইনালে। অন্যদিকে নাজমুল একাদশ জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে ঝুলে থাকা মাহমুদউল্লাহ একাদশ।

বৃষ্টি শুরুর আগ পর্যন্ত তামিম একাদশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh