• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোভিড বদলিরও অভিষেক হয়ে গেল ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ২১:৪৩
Cricket became the debut of the coveted replacement
মার্ক চ্যাপম্যান

করোনাভাইরাস বদলে দিয়েছে ক্রিকেটের অনেক পুরনো রীতি। দর্শকদের জন্য মাঠের বাইরে ঝুলেছে ‘প্রবেশ নিষেধ’ নোটিশ। এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা এতটাই যে, জৈব সুরক্ষিত পরিবেশ নিশ্চিতের পরও রাখা হয়েছে ‘কোভিড বদলি’ খেলোয়াড়ের ব্যবস্থা।

নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ড দিয়ে এই নতুন নিয়মের প্রয়োগও হয়ে গেল এবার। টুর্নামেন্টটির দল অকল্যান্ড মার্ক চ্যাপম্যানের কোভিড বদলি হিসেবে খেলাচ্ছে বেন লিস্টারকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত জুনে টেস্ট ক্রিকেটে কোভিড বদলির অনুমতি দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও হালখাতা হয়নি নতুন এই নিয়মের। ঘরোয়া আসর দিয়েই প্রথম কোভিড বদলি দেখল ক্রিকেট বিশ্ব।

নিউ জিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা চ্যাপম্যান সোমবার থেকে অসুস্থ। ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটিতে তাই খেলছেন না তিনি।

এখন পর্যন্ত ৪০ রান দিয়ে লিস্টারের শিকার ১ উইকেট। নিয়ম অনুযায়ী অবশ্য কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসলে আবার একাদশে ঢুকতে পারবেন চ্যাপম্যান।

আরও পড়ুন:
ব্যাটে-বলে গায়ে হলুদ ক্রিকেটার সানজিদার
ইংল্যান্ডের বিপক্ষে ‘গোলাপি বল’ টেস্ট খেলবে ভারত

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh