• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেপালের বিরুদ্ধে বাংলাদেশ দলে ডাক পেলেন যারা

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৯:০৪
All Nepal Football Association  ANFA, Information from BFF regarding Upcomming FIFA International Frieñdly Match between  Bangladesh Vs Nepal, rtv online, rtvnews, Bangladesh Vs Nepal live
ফাইল ছবি

নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়। বুধবার দুপুরে এই দল নিয়ে বিস্তারিত জানানো হবে বাফুফের পক্ষ থেকে।

আগামী ১৩ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

২৩ অক্টোবর ম্যাচ দুটিকে সামনে রেখে ফার্স হোটেলে শুরু হবে স্বাগতিক দলের ক্যাম্প।

সেখান থেকে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করবে লাল-সবুজরা।

জাতীয় দলের কোচ জেমি ডে ২৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের প্রাথমিক দল

গোলরক্ষক

আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল কেসি লিমিটেড), শহিদুল আলম সোহেল (আবাহনী লিমেটেড), আনিসুর রহমান জিকু (বসুন্ধরা কিংস) ও পাপ্পু হোসেন (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড)।

রক্ষণভাগ

বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), তপু বর্মন (বসুন্ধরা কিংস), ইয়াসিন খান (বসুন্ধরা কিংস), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), টুটুল হোসেন বাদশা (আবাহনী লিমেটেড), রায়হান হাসান (আবাহনী লিমেটেড), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), মনজুরুল রহমান মানিক ( চট্টগ্রাম আবাহনী লিমেটেড)।

মধ্যমাঠ

জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), মামুনুল ইসলাম (আবাহনী লিমেটেড), তারিক রায়হান কাজী (বসুন্ধরা কিংস), আতিকুর রহমান ফায়হাদ (বসুন্ধরা কিংস), রবিউল হাসান (বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস), মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস), সোহেল রানা (আবাহনী লিমেটেড), আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ এফসি), মানিক হোসেন মোল্লা (চট্টগ্রাম আবাহনী লিমেটেড), রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী লিমেটেড)।

আক্রমণভাগ

নাবিব নেওয়াজ জীবন (আবাহনী লিমেটেড), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), সাদ উদ্দিন (আবাহনী লিমেটেড), মো. আবদুল্লাহ (শেখ রাসেল কেসি লিমিটেড) , এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ এফসি), সুমন রেজা (উত্তর বাড়ি ধারা), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং ক্লাব লিমেটেড), তৌহিদুল ইসলাম সবুজ (বসুন্ধরা কিংস)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh