logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৮:৫৬
আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:২৫

আইপিএলে সালমা-জাহানারার লক্ষ্য এক

Salma-Jahanara's goal in IPL is one
ছবি- বিসিবি
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের দুই সদস্য জাহানারা আলম ও সালমা খাতুন খেলতে যাচ্ছেন নারী আইপিএল খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। জাহানারার দ্বিতীয়বার আর সালমা খাতুনের প্রথমবার।

জাহানারার সুযোগ হয়েছে এবারও গতবারের দল ভেলোসিটির হয়ে খেলার। সালমা খেলবেন সুপারনোভার হয়ে।

বুধবার ২১ অক্টোবর দুজনই রওয়ানা করবেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। তার আগে দুজনই জানালেন নিজেদের পরিকল্পনা আর লক্ষ্যের কথা।

দল ভিন্ন হলেও সালমা জাহানারার লক্ষ্য এক। দুজনেই দেশকে তুলে ধরতে চান নিজের শতভাগ দিয়ে। এখানে খেলার অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে চান জাতীয় দলের সতীর্থদের মাঝে।

জাহানারা আলম বলেন, 'আইপিএল অনেক বড় ফ্ল্যাট-ফর্ম এবং আমার মনে হয় এত বড় ফ্ল্যাটফর্মে খেলার সৌভাগ্য সবার হয়না। এসব টুর্নামেন্টে বিশ্বের অনেক ভালো ভালো খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ হয়। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। এসব অর্জন, অভিজ্ঞতা আমার সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারব এবং আমার নিজের জন্যও এগিয়ে যেতে অনেক সাহায্য করবে।'

সালমা খাতুন বলেন, 'এত বড় আসরে যাচ্ছি। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা থাকবে। বিশেষ করে যেসব অভিজ্ঞতা হবে সেসব দেশে সতীর্থদের সঙ্গে শেয়ার করব যাতে সবাই উপকৃত হয়। '

আইপিএলে খেলার আগে দীর্ঘ সময় ধরে দলগত অনুশীলন করতে পারেননি সালমা-জাহানারারা। তবে দুজনই কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুযোগ-সুবিধা পাওয়ায়।

জাহানারা বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রিপারেশন অনেক ভালো হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের অনুশীলনের জন্য যে সুযোগ-সুবিধা দিয়েছে বিশেষ করে আইপিএলকে সামনে রেখে ফ্লাড লাইটে অনুশীলনের সুযোগ করে দিয়েছে। এছাড়া বোলিং কোচ মাহবুব আলী জ্যাকি স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমার জন্য খুব উপকার হয়েছে। আশা করি সেসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারব মূল ম্যাচে।'

সালমা জানান, 'আইপিএলকে সামনে রেখে প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে। খুলনায় থাকার সময় শুনেছি তো ওখানেই অনুশীলন করেছি। ঢাকায় আসার পরও যতটুকু দরকার সবই করেছি। এবং বোর্ড আমাদের রাতে অনুশীলনের সুযোগ দিয়েছে। প্রিপারেশন মোটামুটি ভালো হয়েছে।'

এমআর/

RTVPLUS