• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লিভারপুল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৫:৪৮
jordan pickford van dijk liverpool
ছবি- সংগৃহীত

মৌসুমে শুরুতেই বড় ধাক্কা খেতে হলো লিভারপুলকে। ইংলিশ দলটির রক্ষণ ভাগের প্রধান অস্ত্র ভার্জিল ফন ডাইককে যেতে হচ্ছে চিকিৎসকের ছুরির নিচে।

লিগামেন্টে মারাত্মকভাবে চোট থাকায় ধারণা করা হচ্ছে মৌসুম জুড়েই মাঠের বাইরে থাকতে হতে পারে নেদারল্যান্ডসের এই তারকাকে।

এভারটনের বিপক্ষে শনিবার ২-২ গোলে ড্র করে অলরেডরা। ওই ম্যাচ চলাকালে আঘাত পান ফন ডাইক।

প্রতিপক্ষের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন। এতে মাঠ ছাড়তে হয় লিভারপুল তারকাকে।

চোটের স্ক্যান করার পর জানা গেছে, লিগামেন্টের মারাত্মক ক্ষতি হওয়ায় অস্ত্রোপচার করাতে হবে তাকে।

কবে ফিরছেন ফন ডাইক? বিষয়টি এখনও স্পষ্ট নয়। লিভারপুল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
লিভারপুল-ম্যানইউর মহারণ আজ
X
Fresh