• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

তামিম একাদশের টপ অর্ডারে ধস

আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৫:০০
ছবি- সংগৃহীত

আগের দুই ম্যাচের মতো দুই তামিমের জুটি এই ম্যাচেও টিকেনি। ৯ বল খেলে তানজিদ হাসান তামিম ফিরেছেন ১ রান করে। ১৩ বলে ৯ রান করে ফিরেছেন তামিম ইকবাল।

৯ বল খেলা এনামুল হক বিজয় তুলতে পেরেছেন ১ রান। সমান সংখ্যক বল খেলে ২ রান তুলে ফিরে যান মোহাম্মদ মিঠুন।

বিসিবি প্রেসিডেন্টস কাপের পঞ্চম ম্যাচে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।

বল হাতে তামিম একাদশের টপ অর্ডারে ধস নামিয়েছেন মাহমুদুল্লাহ একাদশের পেসার রুবেল হোসেন।

শুধু তানজিদ হাসান তামিমের উইকেটটি পেয়েছেন আবু হায়দার রনি। বাকি তিনটি উইকেটই তুলে নিয়েছেন অভিজ্ঞ রুবেল।

মাত্র ১৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া তামিম একাদশের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল অঙ্কন।

১৯ ওভার পর ৪ উইকেট হারিয়ে তামিম একাদশের সংগ্রহ ৪৬ রান।

মাহমুদুল্লাহ একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল হাসান, ইবাদত হোসেন, রুবেল হোসেন ও রাকিবুল হাসান।

তামিম একাদশ

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল অঙ্কন, সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:
ফুটবলের প্রতিভা অন্বেষণে ব্যতিক্রমী আয়োজন
আগেই সতর্ক করেছিলেন প্রীতি
এমন ম্যাচ আগে কখনও দেখেনি বিশ্ব

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh