• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভিলিয়ার্সকে বল করা অগ্নি-পরীক্ষার মতো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৮:২৩
Balling Villiers is like a fire-test
ছবি- আইপিএল

রাজস্থান রয়ালসের বিপক্ষে গত শনিবারের ম্যাচে শেষ দুই ওভারে লাগে ৩৫ রা। সেটা অনায়াসেই তুলে নেন এবি ডি ভিলিয়ার্স। মি. ৩৬০ ডিগ্রী খ্যাত ভিলিয়ার্স যেকোনো বোলারের কাছেই আতংকের এক নাম।

তার দীর্ঘ ক্যারিয়ারে বলা যায় সব বোলারকেই কোনো না কোনো ম্যাচে তুলো-ধুনো করেছেন। এবারের আইপিএলে খেলছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে।

শনিবার ম্যাচ জয়ের পর যুজবেন্দ্র চাহালের সঙ্গে আড্ডায় আসেন সতীর্থ ক্রিস মরিস। দুজনেই খেলছেন ভিলিয়ার্সের দলে। তাই তার বিপক্ষে বলও করতে হচ্ছে না তাদের। এটাকে স্বস্তি হিসেবেই দেখছেন চাহাল আর মরিস।

রাজস্থানের বিপক্ষে ম্যাচ শেষে মরিসের সঙ্গে আলাপকালে চাহাল বলেন, ‘দারুণ একটা ম্যাচ হলো। ভাগ্যিস আমরা তার দলেই আছি। তোমাকে যদি ১৯তম ওভারে ভিলিয়ার্সের বিপক্ষে বল করতে দেয়া হয় কী করবে?’

উত্তরে মরিস বলেন, ‘পেশাদার ক্রিকেটে এখনও আমি তাকে আউট করতে পারিনি। তাছাড়া আমাকে যদি ওই সময়ে বল করতে বলা হয় আমি পেশিতে টান পড়ার ভান করব(হাসি)। অবশ্য তার বিপক্ষে কোনো পরিকল্পনাই তো টিকে না।’

মরিসের সঙ্গে সূর মিলিয়ে চাহালও বলেন, ‘আমিও ওই সময়ে তার সামনে পড়তে চাই না।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
X
Fresh