• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেখ রাসেল এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন বাকি

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৮:১৯
SHEIKH RUSSEL INTERNATIONAL AIR RIFLE CHAMPIONSHIP 2020  Abdullah Hel Baki
আবদুল্লাহ হেল বাকি || ফাইল ছবি

শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে বহুজাতিক এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভুটানের একজন শুটার নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জজয়ী হন বাকি। স্বাগতিক শুটারের পয়েন্ট ছিল ৬১৭ দশমিক ৩।

৬২৩ দশমিক ৮ পয়েন্ট তুলে রুপা জিতেছেন ভারতের শাহু তুষার মানে। সোনা জেতেন জাপানের নায়ো ওকাদা। তার মোট পয়েন্টি ছিল ৬৩০ দশমিক ৯।

এদিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান। ছয়জনের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি।

নারীদের ইভেন্টে ৬২৭.৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ভারতের ইলাভেরিন ভালারিভান। রুপা জয়ী জাপানের শিরোই হিরাতার পয়েন্ট ৬২২.৬। ইন্দোনেশিয়ার বিদ্যা রাফিকা রহমাতানের ৬২১.১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান পুরস্কার হস্তান্তর করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh