• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

না খেলেই আইপিএল ছাড়তে হচ্ছে আলী খানকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৭:৫৯
Ali Khan has to leave the IPL without playing
আলী খান

অনেক বড় স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এসেছিলেন আলী খাঁ। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে পেসার আলী খানের সুযোগ এসেছিল কলকাতা নাইত রাইডার্সের হয়ে খেলার।

কলকাতা নাইট রাইডার্সের পেসার হ্যানরি গার্নি চোটে পড়ে বিদায়ের পর টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের ছাড়পত্র না পাওয়ায় কপাল খুলে আলী খানের।

দলে যোগ দেয়ার পর অনুশীলন করতে গিয়ে চোট পান আলী খানও। চোট পেলেও রিকভারির অপেক্ষায় দলের সঙ্গেই ছিলেন এতদিন। তবে সে আশা আর পূরণ হয়নি এই পেসারের।

আইপিএল না খেলেই দেশে ফিরতে হচ্ছে আলী খানকে। তার বদলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন কিউই উইকেট কিপার-ব্যাটসম্যান টিম সেইফার্ত।

আরও পড়ুনঃ

নিউক্যাসলের জালে ম্যানইউর এক হালি গোল

রিয়াল-বার্সার হারের রাত

মিলান ডার্বি জয়ের নায়ক ইব্রা

হায়দরাবাদকে ব্যাট করতে পাঠালো কলকাতা

এনিয়ে কলকাতা নাইটসের প্রধান নির্বাহী ভিকি মাইশোর বলেন, ‘সত্যি বলতে এটা আলী খানের জন্য দুর্ভাগ্যের। কলকাতা নাইট সব সময়ই খেলোয়াড়দের পাশে থেকে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আইপিএলে সুযোগ পাওয়ার আগে সিপিএল মাতিয়েছেন ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে। আট ম্যাচে ৭.৪৩ ইকনোমিতে নেন ৮ উইকেট।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে আলী খাঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে একজন এসেছে আইপিএল। সবার চোখ এখন আমার দিকে। তবে আমি চাপ নিতে চাই না। আমি আমার প্রতিভা দেখাতে চাই। যা দেখে অনুপ্রাণিত হবে দেশের অনেক তরুণ।’

শেষ পর্যন্ত আলী খানের আইপিএল খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
X
Fresh