• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিলান ডার্বি জয়ের নায়ক ইব্রা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৩:১২
Zlatan Ibrahimovic Milan derby
ছবি- সংগৃহীত

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মিলান ডার্বিতে দলের জয়ে অবদান রেখেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইন্টার মিলানের বিরুদ্ধে ২-১ এ জয়ের দিনে দুটি গোলই করেছেন এসি মিলানের সুইডিশ তারকা।

কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলের। সুস্থ হয়ে মাঠে ফিরেই জাত চেনালেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সিরি আ’য় ম্যাচের ১১ মিনিটের মাথায় বল নিয়ে ইন্টারের গোল পোস্টে প্রবেশ করেন ইব্রাহিমোবিচ। যদিও প্রতিপক্ষের আলেকসান্দার কোলারোবের করা ফাউলে পেনাল্টি পান। ১৩ মিনিটে শট নিলেও গোলরক্ষক সামির হান্দানোভিকতা ফিরেই দেন। তবে ফিরতে শটে শেষ পর্যন্ত গোল তুলতে সক্ষম হন ইব্রা।

ঘরের মাঠ সান সিরোতে তিন মিনিট পরে আবারও দলকে গোল উপহার দেন ইব্রাহিমোবিচ। রাফায়েল লিয়াওয়ের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

২৯তম মিনিটে গোল তুলে ব্যবধান কমান ইন্টার মিলানের স্ট্রাইকার রুমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও কোনও পক্ষ গোল না করতে পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-কালো শিবির।

২০১৬ সালের পর প্রতিবেশীদের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেলো এসি মিলান। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট তুলে শীর্ষে উঠে এলো ইব্রার দল।

আরও পড়ুনঃ

রিয়াল-বার্সার হারের রাত

ইরানি বংশোদ্ভূত বান্ধবীকে বিয়ে করলেন জন সিনা

প্রথমবার ধর্ষণের পর চুপ থাকায় দ্বিতীয়বার ধর্ষণচেষ্টা

চলতি মৌসুমে সিরি আ’তে দুই ম্যাচে চার গোল করেছেন। সব ধরণের প্রতিযোগিতায় ৩ ম্যাচে গোল তুলেছে পাঁচটি।

আগের মৌসুমের মাঝ পথে মিলানের দলটিতে যোগ দিয়ে ২০ শ্যাচে ১১টি গোল করেছিলেন। গোল করিয়েছিলেন পাঁচটি।

এদিন ম্যাচ শেষে নিজের টুইটারে রক্ত মাখা ক্ষুদার্ত সিংহের ছবি পোস্ট করেছেন ইব্রা। বয়সের বাড়ার সঙ্গে গোলের ক্ষুদাও বাড়ছে, হয়তো এটাই বার্তা দিচ্ছেন তিনি!

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাতলেটিকোকে হারিয়ে এগিয়ে ইন্টার মিলান
শেষ আটের পথে এগিয়ে গেল অপ্রতিরোধ্য সিটি
X
Fresh