• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথম বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাবে তাহসিন

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ২০:৪২
spanish football, malaga, Tahsin Priyo
তাহসিন প্রিয়

স্প্যানিশ ফুটবল দল মালাগা সিটি এফসির অ্যাকাডেমিতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহসিন প্রিয়।

বাংলাদেশর প্রথম কোনও ফুটবলার হিসেবে স্পেনের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।

মালাগা সিটি এফসির সঙ্গে ১ বছরের চুক্তি বদ্ধ হলেন ১৯ বছর বয়সী এই রাইট উইঙ্গার।

ঢাকায় বেড়ে ওঠা তাহসিন স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিজের ফুটল কৌশলের ভিডিও দেখিয়ে স্প্যানিশ ক্লাবটির নজর কেড়েছেন তিনি।

মালাগার লজিস্টিকস অপরেশন ম্যানেজার ইভান পাররা অরটিজি বিষয়টি ইন্সটাগ্রামে নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, মালাগা সিটি এফসি ২০২০/২১ মৌসুমের জন্য বাংলাদেশের তাহসিন প্রিয়র সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত। স্বাগতম তাহসিন।

বর্তমানে মালাগাতেই অবস্থান করছেন তাহসিন। ভিসা জটিলতার কারণে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয়ে। শিখতে হচ্ছে স্প্যানিশ ভাষাও।

আরটিভি নিউজের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি বলেন, ১৫ অক্টোবর এসেছি। সবাইকে দোয়া করতে বলবেন। ক্লাবের সঙ্গে যোগ দিয়েছি। তারা অনুশীলন থেকে খাবারেরর ব্যবস্থা করেছেন। তবে আমার মতো অন্য দেশ থেকে যারা এসেছেন প্রত্যেকেই নিজেদের খরচে থাকছি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh