• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছে বাংলাদেশ

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ১৫:১২
Bangladesh Vs Nepal live
ছবি- সংগৃহীত

বাংলাদেশের ডাকে সাড়া দিয়েছে নেপাল। আগামী মাসে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে হিমালয়ের দেশটি।

শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেনের (বাফুফে) পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘরের মাঠে খেলতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কাছে প্রস্তাব পাঠিয়ে ছিল বাফুফে।

এএনএফএ জানিয়েছে, অনুশীলনের জন্য তারা নেপাল সরকারের কাছে অনুমতি চেয়েছে।

দুই দেশের ফুটবল সংস্থা একযোগে দিনক্ষণ চূড়ান্ত করতে কাজ শুরু করতে চলছে।

চলতি সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টিন, আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন, অনুশীলনের ভেন্যুসহ সব কিছু নিয়ে বিষদ আলোচনা করবে বাফুফে-এএনএফএ।

দুই দিনের মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে বিস্তারিত জানানো হবে বাফুফের পক্ষ থেকে।

আগামী নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে।

সবশেষ জানুয়ারিতে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। ২৩ জানুয়ারি বুরুন্দির বিপক্ষে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

জামাল ভূইঁয়া নেতৃত্বাধীন দলটির ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নামার কথা থাকলেও করেনার কারণে দুই দফা পিছিয়ে সেগুলো আগামী বছরে নেয়া হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
X
Fresh