• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা উইন্ডিজের  

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ২২:৫০
The West Indies have announced their Test and T20 squads for the tour of New Zealand
ছবি- সংগৃহীত

করোনা মহামারির মাঝেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সফরের সিরিজের প্রথম টেস্ট জিতেও সিরিজ হেরে যায় ক্যারিবীয়রা। এরপর আবারও সফরের ডাক পড়েছে হোল্ডার-পোলার্ডদের।

এবারের গন্তব্য তাসমান পাড়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি টি-টোয়েন্ট ও দুটি টেস্ট খেলতে নভেম্বরে সফর করবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও টি-টোয়েন্টি দল।

প্রস্তাবিত সূচি
টি-টোয়েন্টি সিরিজ
নভেম্বর ২৭: ইডেন পার্কে ১ম টি-টোয়েন্টি
নভেম্বর ২৯: বে ওভালে ২য় টি-টোয়েন্টি
নভেম্বর ৩০: বে ওভালে তৃতীয় টি-টোয়েন্টি
টেস্ট সিরিজ
৩-৭ ডিসেম্বর: হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম টেস্ট
১১-১৫ ডিসেম্বর: ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট

এই দুই সিরিজকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এদিকে নিউজিল্যান্ড সরকারের দেয়া চিকিৎসা সেবা ও প্রটোকলের নিয়মনীতিতে সফর করতে সম্মত হয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জারমাইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, সামারহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, শেন ডরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চিমার হোল্ডার, আলজারি জোসেফ, কেমো পল ও কেমার রোচ।

রিজার্ভ- ক্রুমাহ বুনার, জোশুয়া দ্য সিলভা, প্রেস্টন ম্যাকসুইন, শায়নে মোসলে, রেমন রেফার ও জয়ডেন সিলস।

টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কট্রেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, কেমো পল, নিকোলাস পুরান, ওশানে থমাস, হেডেন ওয়ালশ জুনিয়র ও ক্যাসরিক উইলিয়ামস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh