• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১৬:৩৩
The captain was replaced by Kolkata Knight Riders
ছবি- আইপিএল

পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্সের। চলতি আসরে দীনেশ কার্তিকের দল এ পর্যন্ত ৭ ম্যাচে জয় পেয়েছে ৪ ম্যাচে আর হেরেছে ৩ ম্যাচে।

হার-জিত থাকতেই পারে তবে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আসরের শুরু থেকেই। কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন কার্তিকের অধিনায়কত্ব নিয়ে।

শেষ পর্যন্ত তাকে ছাঁটাই করতেই হলো নাইট ম্যানেজমেন্টের। আজ শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কলকাতা। এই ম্যাচ থেকে দলের নেতৃত্ব দেবেন ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান।

অধিনায়ক বদল নিয়ে কলকাতা নাইট রাইডার্স জানায়,

'আমরা সত্যিই ভাগ্যবান দিনেশ কার্তিকের মতো একজনকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম। তার কাছে দল থাকত সবার আগে। তার মতো একজন ক্রিকেটারের পক্ষে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অনেক বড় একটা ব্যাপার। আমরা তার এমন সিদ্ধান্তে কিছুটা আশ্চর্য হলেও সিদ্ধান্তকে সম্মান জানাই।'

এর আগেও আসরের মাঝপথে অধিনায়ক বদল হতে দেখা গেছে আইপিএলে। ২০১৮ সালে দিল্লির দায়িত্বে থাকা গৌতম গাম্ভীরকেও ছেঁটে ফেলে ম্যানেজমেন্ট। অথচ এই গাম্ভীরই কলকাতাকে শিরোপা জিতিয়েছিলেন দুইবার।

শুধু অধিনায়কত্বেই ব্যর্থ হননি কার্তিক, ব্যাট হাতেও টানা ব্যর্থ হয়ে চলছেন তিনি। এখনও পর্যন্ত ৭ ম্যাচের ৬ ইনিংস খেলেছেন, একমাত্র পঞ্জাবের বিরুদ্ধে খেলেন ৫৮ রানের ইনিংস। সবশেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে করেছেন ২ বলে ১ রান। ছয় ম্যাচে ১৫.৪২ গড়ে কার্তিকের মোট রান ১০৮। অন্যদিকে ৩৫ গড়ে মর্গ্যান এখন পর্যন্ত করেছেন ১৭৫ রান।

আরও পড়ুন:
গোল করার ভাবনা বাদ দিয়েছেন মেসি
নামের মান রাখলেন গেইল
শনিবার মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নামবে নাজমুল একাদশ

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh