• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোল করার ভাবনা বাদ দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১৬:১২
10 Lionel Messi
মেসি

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচেই জয় তুলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ তে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মাঠে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। সব মিলিয়ে খোশ মেজাজেই রয়েছেন মেসি।

আর্জেন্টাইন ম্যাগাজিন গারগান্তা পদেরোসার শততম প্রকাশনা উপলক্ষে সাক্ষাৎকার দিয়েছিলেন আকাশী-সাদাদের অধিনায়ক।

সবশেষ মৌসুমে বার্সেলোনার হয়ে গোল করেছেন ৩১টি। গোল করিয়েছেন ২৬টি। ৭৩৪ ম্যাচে মোট গোল করেছেন ৬৩৫টি। তার পাসে গোল এসেছে ২৭৯টি। অন্যদিকে ১৪০ ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল ৭১টি। জাতীয় দল ও ক্লাবের হয়ে সেরা গোল দাতার রেকর্ড তারই দখলে।

দীর্ঘদিন ধরে একের পর এক গোলের রেকর্ড গড়া মেসি বলছেন, গোল নিয়ে ভাবেন না তিনি। দলের হয়ে অবদান রাখতে পারাই তার মূল লক্ষ্য।

বার্সেলোনা মহাতারকা বলেছেন, ‘এখন আর আমি গোল করা নিয়ে তেমন একটা ভাবি না। সবসময় চেষ্টা করি দলে যতটা সম্ভব অবদান রাখার। আমার কাছে দলের প্রয়োজনই সবার আগে।’

চলতি বছর করেনার দাপটে যখন পুরো পৃথিবী স্তব্ধ, ঠিক তখন ত্রাতা হয়ে দাঁড়ান মেসি। মাতৃভূমির জনগণ মহামারির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মেসি বলেন, ‘এটা সত্যি আমাকে গর্বিত করে যখন দেখি আর্জেন্টিনায় মানুষজন কতটা সংশ্লিষ্ট এবং সবাই অবদান রাখছে, খাবারের ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কাজ করে যাচ্ছে। যখন কিনা আমরা মহামারীতে কঠিন সময় পার করছি।’

সমাজে মৌলিক প্রয়োজন মিটাতে ও বৈষম্য দূর করতে গুরুত্ব দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা ও বার্সা মহাতারকা বলেন, ‘মহামারিতে আমাদের অবশ্যই পানি, খাদ্য এবং বিদ্যুতের মতো সব মৌলিক প্রয়োজনীয়তা বজায় রাখতে হবে। বৈষম্য আমাদের সমাজের বৃহত্তম একটি সমস্যা এবং এটি সমাধানের জন্য আমাদের সবাইকে এক হয়ে হয়ে কাজ করা উচিত।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh