• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাহাদীর অর্ধশতকে মান বাঁচানো সংগ্রহ তামিম একাদশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৮:২৬
Mahdi's half-century to save value in the collection of Tamim XI
শেখ মাহাদী হাসান ৮২ (৫৬) রান

তামিম একাদশ নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে অল-আউট হয়েছিল মাত্র ১০৩ রানে। ওই ম্যাচে হেরেছিল ৫ উইকেটে। আজও প্রথমে ব্যাট করেছে তামিম একাদশ। আজ ১০৩ রানে অল-আউট না হলেও শুরুর দিকে সেরকমই আভাস দিয়েছিল তারা।

দুপুরে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় তামিমরা। ব্যাট করতে নেমে টপ-অর্ডার হারায়া দলীয় ৬০ রানে। প্রথমে তানজিদ হাসানকে ৮ রানে ফেরান আল-আমীন। এরপর এনামুল বিজয়কে ১২ রানে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা মোহাম্মদ মিঠুন আজও ব্যর্থ। ৪ রান করে বোল্ড হন নাঈম হাসানের বলে।

অধিনায়ক তামিমও থিতু হতে পারেননি বেশীক্ষণ। ৪৫ বলে ৩৩ রান করে নাঈম হাসানের বলে ক্যাচ তুলে বিদায় নেন দলীয় ৬৫ রানের মাথায়।

এরপর মোসাদ্দেক হোসেনকেও ১২ রানে ফেরান রিশাদ হোসেন। এই ম্যাচের দলে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীও ধৈর্য হারান আল-আমীনের ওভারে। মাত্র ৫ রানে বিদায় নেন তিনি।

অল-রাউন্ডার সাইফউদ্দিন নিজেকে থিতু করতে গিয়েই কাঁটা পড়েন আল-আমীনের বলে। তবে নয় নম্বরে ব্যাট করতে নেমে শেখ মেহেদী হাসান ওয়ানডে মেজাজেই ব্যাট করেন। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম।

দুজনের ব্যাটিংটা যখন জমে ওঠে ঠিক তখনই শের ই বাংলা স্টেডিয়ামে নামে বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পূনরায় ব্যাট করতে নেমে খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড় করান তামিম একাদশকে। মাহাদী তুলে নেন ৪৪ বলে অর্ধশতক।

শেষ পর্যন্ত তার ৫৬ বলে ৮২ রানের কল্যাণে ২২১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নাজমুল একাদশকে। মাহাদীর ইনিংসে ছিল ৯টি চার আর ৩টি ছয়।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান ও রিশাদ হোসেন।

তামিম একাদশ: তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দীপু, সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, আকবর আলি ও মোস্তাফিজুর রহমান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh