• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদোকে টপকিয়ে নেইমারের সামনে শুধু্ পেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৬:১১
brazil peru, neymar, pele, ronaldo
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়েছে সেলেকাওরা।

পেরুর রাজধানী লিমায় আক্রমণাত্মক ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে পেরু। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বসেরাদের বিপক্ষে দুই দফায় এগিয়েও যায় তারা।

ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল তুলেন পেরুর আন্দ্রে কারিললো। ২৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল তুলে দলকে সমতায় ফেরান ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। যদিও ৫৯ মিনিটের মাথায় গোল হজম করতে হয় সফরকারীদের।

পেরুর হয়ে দ্বিতীয় গোল তুলেন রেনাতো তাপিয়া। ৬৪ মিনিটে দলকে আবারও সমতায় ফেরান রিচার্লিসন।

এরপর জোড়া লক্ষ্যভেদে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ব্রাজিলকে জয়ের উল্লাসে মাতান নেইমার। ৮৩ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন পিএসজি ফরোয়ার্ড। একেবারে শেষ দিকে (৯০+৪ মিনিট) আরেক গোল তুলে বড় জয় মাঠ ছাড়ে নেইমারের ব্রাজিল।

আরও পড়ুনঃ

হ্যাটট্রিকে রেকর্ড গড়ে ব্রাজিলের জয় এনে দিলেন নেইমার

১৫ বছর পর বলিভিয়া জয় করল আর্জেন্টিনা

করোনায় আক্রান্ত রোনালদো

পদত্যাগ করছেন মিসবাহ

এদিন দেশের ইতিহাসে ৬৪ গোল করে নেইমার পেছনে ফেললেন রোনালদো ডি লিমাকে। ৭৭ গোল নিয়ে নেইমারের সামনে আছেন কেবল পেলে। যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
X
Fresh