• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করছেন মিসবাহ

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২০, ১৪:০১
Misbah-ul-Haq
মিসবাহ-উল-হক

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন মিসবাহ-উল-হক। যদিও দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার দুপুরে জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, অতিরিক্ত চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।

বিষয়টি নিয়ে এদিন সংবাদ সম্মেলন করে মিসবাহ নিজেই বিস্তারিত জানাবেন।

২০১৯ সালে বিশ্বকাপে ভরাডুবি হয় পাকিস্তানের। এরপর সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের সাবেক অধিনায়ককে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়।

দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তার অধীনে ঢেলে সাজানো হয় পাকিস্তান দলকে। পরিবর্তন আনা হয় অধিনায়কত্বেও।

আরও পড়ুনঃ

হ্যাটট্রিকে রেকর্ড গড়ে ব্রাজিলের জয় এনে দিলেন নেইমার

১৫ বছর পর বলিভিয়া জয় করল আর্জেন্টিনা

কঠিন ছিল তবে অসম্ভব নয়: মার্টিনেজ

কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল পদটি ছেড়ে দিতে চলেছেন তিনি। সাবেক তারকা বোলার শোয়েব আখতার এই পদ বুঝে নিতে চাইছেন। সম্প্রতি শোয়েব নিজেই বিষয়টি জানিয়েছিলেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh