• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুত হচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা বোলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৩:০৭
Mudassir Gujjar, Lahore Qalandars pakistan
পরিবার ও বন্ধুদের সঙ্গে মুদাস্সির

বিশ্বের ক্রিকেটের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফানকে সবাই চেনে। পাকিস্তানের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পেসার। উচ্চতা সাত ফুট এক ইঞ্চি। তাকে ছাড়িয়ে শিরোনামে স্বদেশী মুদাস্সির গুজ্জার। ৭ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই পেসার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহর কালার্ন্দাসের ছায়ায় এসেছেন। এবার স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা।

সম্প্রতি ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন ২১ বছর বয়সী মুদাস্সির। মাত্র ১০ বছর বয়স থাকতেই উচ্চা ছয় ফুট ছাড়িয়ে গেছিল বলে দাবি করে তার পরিবার।

চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট মুদাস্সির তাদের পরিবারের মধ্যে সবচেয়ে লম্বা। পরিবারের কারওই এমন অস্বাভাবিক উচ্চতা নেই। বাবার উচ্চতা ৫ ফুট ছয় ইঞ্চি। মায়ের উচ্চতা ৫ ফুট তিন ইঞ্চি।

লাহোরে জন্ম নেয়া এই ক্রিকেটার স্কুলে সবার থেকে লম্বা ছিলেন। হাই স্কুলে উঠার সময় সাত ফুট ছাড়িয়ে যায় তার উচ্চতা।

‘আমার এলাকা ও স্কুলে সবচেয়ে লম্বা আমিই ছিলাম। যেভাবে লম্বা হচ্ছিলাম, আমার পরিবার আমাকে নিয়ে চিন্তিত ছিল।’

সবার থেকে আলাদা তাই ভোগান্তিতেও পড়তে হয় তাকে।

‘আমাকে নিয়ে অনেকেই বিদ্রূপ করতো। কোনও কাপড়-জুতা মন মতো পাওয়া যেতো না।’ বলছিলেন মুদাস্সির।

২০০১৭ সালে লাহোর ও করাচির বেশ কয়েকটি হাসপাতালে নেয়া হয় তাকে। ডাক্তার জানায় হরমোনে সমস্যা থাকার কারণে এমন হচ্ছে।

তিনি বলেন, ‘দেড় বছর আগে যখন মেপেছিলাম আমার উচ্চতা সাত ফুট ছয় ইঞ্চি ছিল। এখন পর্যন্ত আর বাড়েনি। পরবর্তীতে আমি দেখলাম সবাই আমাকে চেনে। এমন জনপ্রিয়তা আমাকে বাড়তি উৎসাহ দেয়।’

বাবা-মার সঙ্গে মুদাস্সির

স্কুলে থাকতেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়েন। নিজের উচ্চতাকে বাড়তি শক্তি হিসেবে কাজে লাগাতে চান তিনি।

‘অতিরিক্ত লম্বা হওয়ার কারণে দ্রুত দৌড়াতে পারি। বলের গতিও বেশি। সেটি কাজে লাগাতে চাই।’

আরও পড়ুনঃ

প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েও জয়হীন বিরাট

‘ক্রিকেটার’ মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক (ভিডিও)

তামিমদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি পাপন

২০১৯ সালের শেষ দিকে পিএসএলের দল লাহর কালার্ন্দাসে তাকে দলের সঙ্গে রেখেছেন। সেখানে পেশাদার বোলার হওয়ার তালিমও পেয়েছেন।

মুদাস্সির বলেন, ‘আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি আগেই। তবে কোভিড-নাইনটিন মহামারীর জন্য আপাতত বন্ধ রয়েছে সব। আশা করি একদিন বিশ্বের সবচেয়ে লম্বা বোলার হিসেবে আমাকেই চিনবে বিশ্ব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির
মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
পিএসএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh