• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাহানারা উচ্ছ্বসিত মেয়েদের আইপিএলে পুনরায় সুযোগ পেয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ২০:৩৪
Jahanara is overwhelmed by the girls getting another chance in the IPL
জাহানারা আলম || ছবি- আইপিএল

গত আসরে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ বা মেয়েদের আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শুধুই জাহানারা আলম। সেই আসরে দারুণ পারফর্ম করে আলোচিত ছিলেন এই টাইগ্রেস পেসার।

এবারও দল পেয়েছেন জাহানারা। সঙ্গে সালমা খাতুনও। জাহানারাকে রেখে দিয়েছে ভেলোসিটি। সালমার দল সুপারনোভাস ট্রেইলব্লেজার্স।

পুরনো দলের হয়ে আবারও খেলার সুযোগ পাওয়ায় জাহানারা যেমন কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি, তেমনই নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

‘আলহামদুলিল্লাহ আবারো ওমেন্স আইপিএল ২০২০ এ অংশ নেয়ার সুযোগ পেলাম। আমি ভালোসিটিকে প্রতিনিধিত্ব করতে পারব বলে খুব আনন্দিত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

গত আসরে ভেলোসিটির হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। তবে ফাইনালে সুযোগ পেয়ে জ্বলে ওঠেন ঠিকই। দলকে শিরোপা জেতাতে না পারলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

টুর্নামেন্টের সূচি: ৪ নভেম্বর- সুপারনোভাসের বনাম ভেলোসিটি। ৫ নভেম্বর- ভেলোসিটি বনাম ট্রেইলব্লেজার্স। ৭ নভেম্বর- ট্রেইলব্লেজার্স বনাম সুপারনোভাস। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh