• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এ বছর বিপিএল হচ্ছে না: পাপন

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ২৩:২৩
নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন

করোনার কারণে এ বছর বিপিএল হচছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ রোববার গণমাধ্যমকর্মীদের এমনটা জানান তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, এ বছর তো আর হচ্ছে না। সামনের বছরেরটা দেখা যাবে। সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। আমরা সবগুলোই ফেরাতে চাচ্ছি। কিন্তু সবকিছুই আসলে পরিস্থিতির ওপর।

পাপনের ভাষ্য, বিপিএল আয়োজন করতে হলে বিদেশি খেলোয়াড় অবশ্যই রাখতে হবে। তাদের নিরাপত্তার বিষয় আছে। এছাড়া টিভি প্রোডাকশনেরও একটি বিষয় আছে। বিপিএলে খেলোয়াড় সংখ্যা, টিম ম্যানেজম্যান্ট- সবই অনেক বেশি। এটা সামাল দেয়া যাবে কি না তা এখনই বলা সম্ভব নয়।

আরও পড়ুন:
শুক্বুর-হৃদয়ে নাজমুল একাদশের জয়
এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে শোয়েবের রেকর্ড
১৯৬ রানের গুটিয়ে গেল মাহমুদুল্লাহ একাদশ (লাইভ)
নাজমুলদের বিরুদ্ধে ব্যাট করছে মাহমুদুল্লাহর দল
প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরছে মাঠের মানুষরা

এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
X
Fresh