• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির পর হাল ধরেছেন ইমরুল-মাহমুদুল্লাহ (লাইভ)

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৫:২১
মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত
মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত

বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচের তিন ওভার শেষ হতেই বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল। বৃষ্টি শেষ হলে পুনরায় শুরু হয় খেলা। দ্রুত তিন উইকেটের পতন হয় মাহমুদুল্লাহ একাদশের।

রোববার দুপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটির হয়ে পক্ষ ওপেন করেন লিটন দাস ও নাঈম শেখ।

স্কোর বোর্ডে যখন রান ১৭ শুরু হয় বৃষ্টি। বল মাঠে গড়ানোর পর ৮ বলে ৭ রান করা নাঈম শেখ ফিরে যান রান আউট হয়ে।

লিটন দাসকে বোল্ড করে বিদায় করেন তাসকিন আহমেদ। ১৫ বলে ১৩ রান তুলেন ডান-হাতি এই ওপেনার।

তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুলের পরিণতিও লিটনের মতই হয়েছে। ৬ বল খেলে কোনও রান না পাওয়া মুমিনুলকে বোল্ড করেছেন আল আমিন হোসেন।

২১ রানে তিন উইকেট হারানো দলের হাল ধরেছেন ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদুল্লাহ।

১৫ ওভার পর দলের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৭৭।

২৮ বলে ২৬ রান তুলেছেন ইমরুল। মাহমুদুল্লাহর সংগ্রহ ২৮ বলে ১৫ রান।

মাহমুদুল্লাহ একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও রাকিবুল হাসান।

মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান,


নাজমুল একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাইম হাসান ও রিশাদ হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh