smc
logo
  • ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭

ভারতীয় সাবেক ক্রিকেটারের মরদেহ উদ্ধার

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১০ অক্টোবর ২০২০, ১৩:০৪
Rahul Dravid’s U-19 teammate Suresh Kumar
সুরেশ কুমার উমরি
নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ কুমার উমরির দেহ। রাহুল দ্রাবিড়ের সঙ্গে অনূর্ধ্ব -১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন এই স্পিনার। ৪৭ বছর বয়সী সুরেশ বাস করতেন কেরালার আলপ্পুঝায় এলাকায়। খবর টাইম অব ইন্ডিয়া।

শুক্রবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলে বাইরে থেকে এসে দেখতে পান ঘরে সুরেশের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। যদিও এর কারণ এখনও স্পষ্ট নয়।

জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ছেন এই বাম-হাতি এই স্পিনার। ক্যারিয়ারে ৭১টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছেন সুরেশ। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঘরোয়া লিগে ১৯৬ উইকেট তুলেছেন তিনি। রয়েছে ৫১ টি লিস্ট এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন অনূর্ধ্ব -১৯ দলের হয়ে খেলেছিলেন সুরেশ। 

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়