• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মেসি-সুয়ারেজ স্পর্শ করলেন রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০২০, ১৪:১৮
argentina vs ecuador leonel messi suarez-equal-ronaldo
ছবি- সংগৃহীত

কয়েকদিন আগেই বিচ্ছেদ হলেও একই দিনে রেকর্ড গড়েছেন দুই বন্ধু। দীর্ঘ ছয় বছর পর বার্সেলোনা ছেড়ে লুইস সুয়ারেজ পাড়ি জমিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদে। অন্যদিকে লিওনেল মেসি রয়ে গেছেন বার্সায়। বিশ্বকাপের বাছাই পর্বের আলাদা ম্যাচে মাঠে নেমে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি-সুয়ারেজ।

কাতার বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় তুলেছে উরুগুয়ে। পেনাল্টির মাধ্যমে গোল তুলেন সুয়ারেজ।

অন্যদিকে শুক্রবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হয়ে ১-০ গোলে জয় আদায় করে আর্জেন্টিনা। পেনাল্টিতে জয় সূচক গোল করেন মেসি।

ফলে জাতীয় দলের জার্সিতে মেসির ক্যারিয়ারে মোট গোল সংখ্যা হলো ৭১। এদিকে উরুগুয়ের হয়ে নিজের ৬০তম গোলে দিয়েছেন সুয়ারেজ। মেসির-সুয়ারেজ দুইজনই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে গোল করেছেন ৩৯টি।

এত দিন রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দখলে। ফেনোমেনন খ্যাত এই স্ট্রাইকার পুরো ক্যারিয়ারে ৫৬ গোল করেছিলেন।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে বর্তমানে এই তিনজনই এই রেকর্ডের মালিক।

আগামী মঙ্গলবার রাতে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামবে উরুগুয়ে। একই দিন বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
X
Fresh