• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জয়ের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোটা মুখ্য: মেসি

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০২০, ০৯:১০
argentina vs ecuador live leonel messi,
ছবি- সংগৃহীত

লিওনেল মেসির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের এই ম্যাচে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।

তিন পয়েন্ট তুলে মেসির কাছে মুখ্য বিষয় হচ্ছে সমর্থকদের খুশি করতে পারাটা।

ম্যাচ শেষে বার্সেলোনা মহাতারকা বলেন, ‘বছরটা বেশ জটিল ছিল। আর্জেন্টিনার হয়ে খেলতে পারা এবং জয়ের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফোটানোটা মুখ্য।’

গেল বছরের নভেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। করোনা মহামারির জন্য ২০২০ সালে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি। দীর্ঘ বিরতির পর একসঙ্গে নেমে জয় পেয়েছেন তারা।

আরও পড়ুন :
গোল তুলে সতীর্থের মৃত মাকে সুয়ারেজের শ্রদ্ধা

মেসি বলেন, ‘ফলটা ভালোই পেয়েছি। তবে ভেবেছিলাম আরও ভালো খেলবো। দীর্ঘ এক বছর আমরা খেলিনি। অবশ্যই আমরা আরও ভালো করে ছন্দে ফিরবো।’

বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার রাতে বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়াই/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
X
Fresh