• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় দলের হয়ে অনুশীলনে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৯:৫১
Lionel Messi, Argentina
মেসি

২০২০/২১ মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। যদিও ক্লাব তাকে দল ছাড়তে দেয়নি। কর্তৃপক্ষের প্রতি মেসির স্পষ্ট ক্ষোভ সামনে এসেছিল। এই নিয়ে কম নাটক হয়নি। তবে প্রিয় দলকে নিয়ে আদালতে যেতে চাননি। তাই শেষ পর্যন্ত আরও এক মৌসুমের জন্য দলে রয়ে গেছেন।

ট্রফি শূন্য মৌসুম পার করেছেন মেসি। নতুন মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। লা লিগার তিন ম্যাচে একটি গোলও করেছেন। দীর্ঘ এক বছর পর মাতৃভূমিতে ফিরেছেন। লক্ষ্য আর্জেন্টিনা জাতীয় দলতে বিশ্বকাপের মূল পর্বে খেলানো।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আলবেসিলেস্তেরা।

দুটি ম্যাচের আয়োজক আর্জেন্টিনা। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টালে বসতে চলেছে লড়াই।

এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে পৌঁছেছেন লিওনেল মেসি। মেডিকেল টেস্ট করানোর পর পাউলো দিবালা- রদ্রি পলদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।

শুক্রবার বাংলাদেশ সময় ভোট সাড়ে ছয়টায় ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। চার দিন পর মঙ্গলবার রাত দুইটায় মেসি নেতৃত্বাধীন দলটির নামবে বলিভিয়ার বিরুদ্ধে।

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রাথমিক দল

ইমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, জুয়ান মুসো, নিকোলাস ডমিনগুয়েজ, অগাস্টিন মার্কুসিন, লিওনেল মেসি, জুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, নিহুয়েন পেরেজ, ওয়ালটার কান্নেমান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, ফাকুন্দো মেডিনা, লেয়ান্দ্রো পেরেদেস, গুইডো রদ্রিগজ, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিওস, পাউলো দিবালা, লুকাস ওকাম্পোস, নিকোলাস গঞ্জালেজ, অ্যালেক্সিস ম্যাক, আলেজান্দ্রো গোমেজ, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেজ, জিওভানি সিমেওন ও ক্রিস্টিয়ান পাবন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh