• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয়রা পাকিস্তান বিদ্বেষী নয়: গম্ভীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৩:০৭
gautam gambhir vs afridi
মাঠের মতো টুইটারেও গম্ভীর-আফ্রিদির লড়াই লেগেই থাকে

ক্রিকেট ছেড়ে বর্তমানে রাজনীতির ময়দানে গৌতম গম্ভীর। প্রায়ই ভারতীয় জনতা পার্টির তথা বিজেপির এই এমপিকে বিভিন্ন অনুষ্ঠানে অথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিরোধী কথা বলতে শোনা যায়। বিশেষ করে শহিদ আফ্রিদির সঙ্গে প্রায়ই টুইটযুদ্ধে মেতে উঠেন তিনি। ভারত জাতীয় দলের সাবেক এই ওপেনারের দাবি তিনি কখনই পাকিস্তান বিরোধী নন। তার মতে কোনও ভারতীয়ই পাকিস্তান বিদ্বেষী মনোভাব পোষণ করেন না।

সম্প্রতি টুইটারে গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন যে, তিনি পাকিস্তান বিরোধী কেনো? সেখানে তিনি জানিয়েছে, সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যুর প্রসঙ্গ এলে, সব ভারতীয়ই পাকিস্তান বিরোধিতায় মুখর হয়ে ওঠে।

গম্ভীর লেখেন, ‘আমি (পাকিস্তান বিরোধী) নই। আমার মনে হয় না কোনও ভারতীয়ই আসলে পাকিস্তান বিরোধী। তবে যখন আমাদের সেনাদের জীবন ও অন্যকিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পোষণ করি।’

আরও পড়ুন :

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় গম্ভীরের। ২০১৬ সাল সাল পর্যন্ত খেলেছেন ভারতের হয়ে। তিন ফরম্যাট মিলিয়ে রাত করেছেন ১০ হাজারের বেশি।

২০১১ সালের ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh