• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কর্পোরেট টি-টোয়েন্টিতে খেলতে পারে বিদেশিরাও

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৯:০৮
Foreigners can also play in the corporate T20
ফাইল ছবি

করোনা মহামারির লম্বা বিরতির পর দেশে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় প্রাথমিক দলে থাকা ২৭ সদস্যকে নিয়ে এরইমধ্যে দুটি দুইদিনের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ওয়ানডে সিরিজ। তিন দলের এই সিরিজ শেষে কী হবে সেই পরিকল্পনাও করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী নভেম্বরে আয়োজন হতে পারে কর্পোরেট টি-টোয়েন্টি লীগ। যেখানে দেশি ক্রিকেটারদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হতে পারে বিদেশি ক্রিকেটারদেরও।

মঙ্গলবার বিসিবি প্রধান গণমাধ্যমকে বলেন, ৫ দলের কর্পোরেট লিগে অন্তর্ভুক্ত হতে পারে বিদেশী খেলোয়াড়ও।

‘আজকে বেসিক্যালি একটা জিনিস ছিল বিদেশি ক্রিকেটার এলাউ করবো কি করবো না। এই একটা সিদ্ধান্তই আমি দিতে পারিনি আজকে, আজকের দিনটা সময় নিয়েছি। আমি বলেছি কাল পরশুর মধ্যে ওদেরকে জানাবো। এছাড়া মোটামুটি সবই ফাইনাল। আমরা ৫ টা দল নিয়ে টুর্নামেন্টটা করতে ইচ্ছুক। ৫ টা দল হলে আমরা দেখেছি ৭৫ জন লোকাল প্লেয়ার হলে ঠিক আছে। আমরা যে ধরণের চিন্তা ভাবনা করেছি ঐ ধরণের একটা টুর্নামেন্ট আমরা করতে পারবো।’

পাপনের আশা এই লিগটাও বেশ জমজমাট হবে, ‘আমরা যেটা করতে যাচ্ছি সেটা আরও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এটা কর্পোরেট লিগ হবে নাকি বিসিবি স্পন্সর হবে তা এখন পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। কিন্তু একটা যে হতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই।’

পাপন আরও বলেন, ‘প্রত্যেকটা দল কীভাবে ব্যালেন্স করা যায় সেসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। এসব আমরা দুই একদিনের মধ্যে ফাইনাল করে ফেলবো।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh