• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্রীড়া সংগঠক হারুন করোনায় আক্রান্ত

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৭:০৯
Harunur Rashid
স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হারুন অর রশীদ

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য নির্বাচিত সদস্য হারুন অর রশীদ।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত এই নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বর্ষীয়ান এই সংগঠক।

হারুন অর রশীদ তৎকালীন আবাহনী ক্রীড়াচক্র বর্তমানে আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।

আগেও সদস্য হিসেবে বাফুফের দায়িত্ব পালন করেছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

ফেসবুকে সাবেক সংসদ সদস্য হারুন অর রশীদ লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছি এবং ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার সাথে দেখা হয়েছে বা আমার সান্নিধ্যে বিগত দুই সপ্তাহে এসেছেন এমন সবাইকে সতর্ক হবার এবং কোনও লক্ষণ দেখা দিলে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হবার অনুরোধ করছি।’

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, ‘আমার এবং আমার স্ত্রী দ্রুত সুস্থতার জন্যে সবার নিকট দোয়া কামনা করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। সবাই সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। আল্লাহ ভরসা। দোয়ার দরখাস্ত।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh