• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২১ পদে সালাউদ্দিন প্যানেলেরই ১৪ জন (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১২:৪২

সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী মো. সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। দাপট দেখিয়ে ২১ পদের ১৪ পদে জয় পেয়েছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ছয়টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি সমান ৬৫ টি ভোট পেয়েছেন। তাই একটি পদে আগামী ৩১ অক্টোবর আবার ভোট নেয়া হবে।

প্রধান ছয়টি পদের পাঁচটিই রয়েছে সম্মিলিত পরিষদের দখলে। সদস্য পদ জিতেছে ৯টি।

সভাপতি পদে কাজী সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট। বাকি দুইজনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

৯১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী সালাম মুর্শেদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ আসলাম পান ৪৪ ভোট।