• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্রিকেটে ফিরছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৯:১৭
Stokes is returning to cricket
বেন স্টোকস

ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে হঠাত করেই নিউজিল্যান্ড পাড়ি জমান সময়ের অন্যতম অল-রাউন্ডার বেন স্টোকস। কারণ ছিল বাবার ক্যান্সার। ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না বলে দল ছাড়েন ছাড়েন স্টোকস।

বেশ কিছুদিন বাবার পাশে হাসপাতালেই নির্ঘুম রাত কাটান তিনি। ছিলেন পুরোপুরি ক্রিকেটের বাইরে। ধীরে ধীরে বাবাও সুস্থ হয়ে ওঠেন, তাই অনুশীলনেও ফিরতে দেখা যায় স্টোকসকে।

দেশের খেলা আপাতত না থাকলেও চলমান আইপিএলে খেলার কথা রয়েছে তার। রাজস্থান রয়ালসের হয়ে শুরু থেকেই খেলার কথা থাকলেও কয়েক ম্যাচ খেলতে পারেননি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেন স্টোকস ৪ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এক্ষেত্রে তাকে সেলফ আইসোলেশনে থাকতে হবে ছয় দিন। এর ভেতর কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং ফলাফল নেগেটিভ এলেই নামতে পারবেন মাঠে।

বলা হচ্ছে আগামী ১১ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আইপিএল মিশন শুরু করবেন তিনি।

তবে বাড়ি, বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ দিন সময় কাটানোর পর স্টোকসের মন কাঁদছে ঠিকই। আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও ইনস্টাগ্রামে তার বেশ কয়েকটি ছবি যে কাউকেও আবেগী করে তুলতে পারে। যেখানে স্টোকস লিখেছেন, ‘বিদায় বলাটা কখনও সহজ নয়।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh