• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এজিএম শেষ, দুপুরের পর ভোট

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৩:৪১

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরের খাবারের বিরতির পর শুরু হবে ভোট। রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পযর্ন্ত।

এদিন দুইজন ডেলিগেট অনুপস্থিত রয়েছেন। চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী উপস্থিত হতে পারেননি।

নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন। এবারের নির্বাচনে ২১ পদের জন্য লড়বেন ৪৭ প্রার্থী। দুটো প্যানেল প্রকাশ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। একটি হলো কাজী সালাউদ্দিন- সালাম মুর্শেদীর সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যটি হলো শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ।

এছাড়া প্রেসিডেন্ট পদে সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন শফিকুল ইসলাম মানিক। তিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

বর্তমান সহ-সভাপতি তাবিথ আউয়ালও একই পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। এই নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন
‘বাণিজ্যিক পথে যাচ্ছে না বিসিবি’
X
Fresh