• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন কেন্দ্রে সালাউদ্দিনের একার ব্যানারে ক্ষোভ মানিকের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১২:২১
Manik is angry at Salauddin's single banner at the polling station
ভোট কেন্দ্রে শফিকুল ইসলাম মানিক || ছবি: আরটিভি নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন আজ। এ নিয়ে সাজানো হয়েছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ তারকা হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁও।

এন্ট্রি গেইটে বড় ব্যানার দিয়ে বানানো হয়েছে তোরণ, এরপর থরে থরে সাজানো হয়েছে বেশকিছু ছবি দিয়ে।

এবারের বাফুফের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিন জন। বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন, শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। আছে সমন্বয় কমিটিও।

তবে সোনারগাঁও হোটেলের দেয়াল জুড়ে টানানো হয়েছে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের ছবি। এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না আরেক পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক।

তিনি মনে করেন, সালাউদ্দিনের একক প্রচারণা ভোটারদের উপর বাড়তি প্রভাব ফেলবে।

‘ভোট কেন্দ্রের বাইরে সবগুলো ছবিতেই বর্তমান সভাপতির ছবি। যা ভোটের আগে ভোটারদের উপর বাড়তি প্রভাব ফেলবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান কমিটিতে যারা আছেন তাদের ছবি দেয়া হচ্ছে। অথচ বাদল রায় মহিউদ্দিন মহির ছবিও দেখা যায়নি। আমি আশাবাদী কাউন্সিররাও পরিবতর্ন চান।’

এদিকে গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন রাখা হয়, ভোটে এর কোনও প্রভাব পড়বে কি না? উত্তরে তিনি বলেন, ‘কোনো কারণ নেই।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘এখানে এত বাছাইয়ের সুযোগ নেই। মূল বিষয় হচ্ছে ফুটবলকে তুলে ধরা।মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে ফুটবল তুলে ধরছেন। এটা আমাদের জন্য গৌরবের। তার সঙ্গে যখন যে থাকে তাদেরই ছবি যাবে এটাই স্বাভাবিক। আমি থাকলে আমারও ছবি যাবে। আমি এখন প্রধান নির্বাচন কমিশনার। আমি ডেকেছি সবাই এসেছেন। ভোট শেষ হলে বিরিয়ানির দাওয়াত দিলেও আসবেন না। যখন যার বাজার থাকে, এটাই স্বাভাবিক।’

আজ শনিবার বেলা ১১টায় শুরু হয়েছে সাধারণ সভা (এজিএম)। দুপুর দুইটায় শুরু হবে ভোট গ্রহণ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজী সালাউদ্দিনের বাসায় ক্রীড়ামন্ত্রী পাপন, যেসব কথা হলো তাদের
X
Fresh