• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবার ক্রিকেটে ফিরছেন তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৮:০৪
শুক্রবার ক্রিকেটে ফিরছেন তামিম-মুশফিকরা
ছবি- বিসিবি

ছয় মাসের বেশি সময় ধরে ক্রিকেট থেকে দূরে আছেন তামিম-মুশফিকরা। গত ১৬ মার্চ সবশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। করোনা মহামারির এই সময়ে শুধু ক্রিকেট নয়, থেমে ছিল জনজীবনও। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে জনজীবন, মাঠে ফিরছে ক্রিকেট।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এরইমধ্যে খেলেছে আন্তর্জাতিক ম্যাচও। চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশেরও। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যায় তিন ম্যাচের টেস্ট সিরিজটি।

আরও পড়ুনঃ

নিউজিল্যান্ড সফর নিশ্চিত করল বিসিবি

‘ক্যারিয়ার শেষ করে আরাম করো’

সাকিব ফিরছেন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সিরিজ স্থগিতের শোকে বসে থাকতে নারাজ। উদ্যোগ নিয়েছে দেশে ক্রিকেট ফেরানোর।

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৭ সদস্যের বাংলাদেশ দলকে দুই ভাগ করে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলা হবে। যার প্রথমটি শুরু হবে শুক্রবার, ২ অক্টোবর।

এরপর ৫-৬ অক্টোবর দুইদিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩-১৫ অক্টোবর তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh