• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

যা করা যাবে না তাই করেছেন উথাপ্পা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৩:০১
Uthappa has done what cannot be done
ছবি- সংগৃহীত

বল শাইন করতে 'লালা' লাগানোর দৃশ্যটা নিয়মিতই ছিল গত ৬ ম্যাস আগেও। কিন্তু মহামারি করোনাভাইরাস বদলে দিয়েছে এটি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে একমত হয়ে সব দেশের ক্রিকেট বোর্ডই নিষিদ্ধ করেছে বলা লালা লাগানো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিষিদ্ধ করা হয়েছে বলে লালা লাগানো। তবে এই কাজ করেই আলোচনায় এখন রবিন উথাপ্পা।

বুধবার রাতে দুবাইয়ে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে। এই ম্যাচে কলকাতা জয় পেলেও সেসব ছাপিয়ে ম্যাচের তৃতীয় ওভারের একটি ঘটনা উঠে এসেছে সামনে।

এই ওভারে বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সুনীল নারিন। উথাপ্পা সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। এরপর উথাপ্পাকে দেখা যায় বলে লালা লাগিয়ে ট্রাউজারে ঘষতে দেখা যায়। যদিও এমনটা করতে একবারই দেখা গেছে তাকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, বলের ঔজ্জ্বল্য ধরে রাখতে লালা ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে প্রতি ইনিংসে দুইবার করে সতর্ক করা হবে একটি দলকে। এর ব্যত্যয় ঘটলে পেনাল্টি স্বরূপ প্রতিপক্ষ দল পাবে ৫ রান।

আরও পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh