• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাম মন্দির ইস্যুতে শামির স্ত্রীকে নিরাপত্তা দেয়ার নির্দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২
mohammed-shami, hasin-jahan
ছবি- সংগৃহীত

ভারত জাতীয় দলের পেসার মোহম্মদ শামির সঙ্গে দাম্পত্যজীবনে সমস্যা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় শিকার হন হাসিন জাহান। রাম মন্দির নির্মাণ বিষয়ক একটি পোস্ট দিয়ে সরাসরি ধর্ষণ আর খুনের হুমকি পেতে হয়েছিল তাকে। এবার হাসিনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার বাবরি মসজিদ ভাঙার মামলায় অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস দিয়েছে আদালত। এরপর কলকাতায় হাসিনের সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দেয়া হলো।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির নির্মাণ বিষয়ক একটি পোস্ট করেন হাসিন। তারপর তাকে খুন, ধর্ষণের হুমকি দেয়া হয় বলে অভিযোগ।

হাসিন জাহানের আইনজীবী আশিস চক্রবর্তী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেখানেই তিনি জানান, কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে তার মক্কেলের প্রাণ সংশয় হয়ে উঠেছে।

পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো হয় লিখিত ভাবে। তবে আশিস চক্রবর্তী জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়েই নিষ্ক্রিয়।

পশ্চিম বঙ্গের সিনিয়র অ্যাডভোকেট অমিতেশ বন্দোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, পুলিশ এফআইআর হিসাবে অভিযোগ লিপিবদ্ধ করেছে। তদন্তও চালানো হচ্ছে।

দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই যেন পিটিশন দাখিলকারীর প্রাণ সংশয় হওয়ার উপক্রম এবং সম্পত্তি নষ্ট না হয়।

হাসিন জানিয়েছিলেন, কিছুদিন আগেই একটি সম্প্রদায়কে রামমন্দিরের ছবি দিয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। এরপরে তিনি নিশানা হয়ে যান।

হাসিন জানান মেয়ে আইরাকেও অশ্রাব্য গালিগালাজের মুখোমুখি হতে হচ্ছিল। তাই আইনজীবীর পরামর্শে অভিযোগ জানান তিনি।

সাইবার সেল ছাড়াও প্রধানমন্ত্রী ও মুখ্য মন্ত্রীসহ প্রশাসনের একাধিক শীর্ষব্যক্তিকে ট্যাগ করে টুইটও করেছিলেন তিনি।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
X
Fresh