smc
logo
  • ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭

আলকান্তারা করোনায় আক্রান্ত

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮ | আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬
Thiago Alcântara, CORONA
থিয়াগো আলকান্তারা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন থিয়াগো আলকান্তারা। এই স্প্যানিশ মিডফিল্ডারের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব লিভারপুল। 

মৃদু উপসর্গ থাকলেও সুস্থ আছেন আলকান্তারা। বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

২০০৯ সালে বার্সেলোনার অভিষেক হয় ২৯ বছর বয়সী আলকান্তারার। ২০১৩ সালে পাড়ি জমান জার্মান দল বায়ার্ন মিউনিখে। সাত মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে যোগ দেন লিভারপুলে।  

গেল ২০ সেপ্টেম্বর অলরেডদের হয়ে অভিষেক হয় স্প্যানিশ তারকার। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে ৭৫টি সফল পাস দেন তিনি। যা ইংলিশ লিগের ইতিহাসে অভিষেক ম্যাচে সর্বোচ্চ।

এদিকে শীত মৌসুম শুরুর আগেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ইউরোপ জুড়ে। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও। 

সবশেষ পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ধরা পড়েছে বলে জানিয়েছে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মৌসুম শুরুর পর এটাই সর্বোচ্চ হার।

আরও পড়ুন: রশিদের ঘূর্ণিতে প্রথম জয় সানরাইজার্সের

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়