• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রশিদের ঘূর্ণিতে প্রথম জয় সানরাইজার্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩
Rashid Khan stars as Sunrisers beat Delhi Capitals by 15 runs
রশিদ খানের ঘূর্ণিতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে দলটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রশিদ খানের ঘূর্ণিতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে দলটি।

মঙ্গলবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরুতে বেশ সাফল্যও পায় তারা। কিন্তু ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ৫০ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সানরাইজার্স। ডেভিড ওয়ার্নার ২৬ বলে ৪১ রান করেন। পরে কেন উইলিয়ামসন ও আব্দুল সামাদের কেমিওতে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬২ তোলে সানরাইজার্স।

এরপর রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় দিল্লি। নিজের প্রথম ওভারেই পৃথ্বী শ’র উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। এতে শুরুতেই চাপে পড়ে এখনও পর্যন্ত এবারের আসরে অপরাজিত দলটি। এরপর অবশ্য ঋষভ পন্ত ও শিমরন হেটমায়ার কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু হেটমায়ারের উইকেটের পতনের পর অনেকটাই গুড়িয়ে যায় দিল্লির দুর্গ।

দিল্লির হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন শিখর ধাওয়ান। ২৭ বলে ২৮ রান করেন ঋষভ পন্ত। আর ১২ বলে ২১ রান করে আউট হন শিমরন হেটমায়ার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানে থেমে যায় দিল্লি।

এদিন রশিদের মিতব্যয়ী বোলিংয়ের কারণে খেলার মোড় অনেকটাই সানরাইজার্সের দিকে ঝুঁকে যায়। রশিদ মাত্র ১৪ রানে ৩ উইকেট নেন। দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যান অব দ্য ম্যাচও হন রশিদ।

চলতি মৌসুমে এটা দিল্লির প্রথম হার। এই হারের ফলে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকায় দুই নম্বরে চলে গেল দিল্লি। আর সানরাইজার্স তালিকায় ছয় নম্বর অবস্থানে উঠে এলো। এতে এক ধাপ পিছিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট তালিকায় সবার নিচে নেমে গেলো চেন্নাই সুপার কিংস।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত
ওস্তাদ রশিদ খান আর নেই
X
Fresh